রাশিদুল ইসলাম রাশেদঃ
নাটোরের লালপুরে পদ্মার চরে অভিযান চালিয়ে ৮ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। রবিবার (১৫ জুন) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ মমিনুজ্জামান।
-
জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় উপজেলার দক্ষিণ লালপুরে পদ্মার চরে একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
-
গ্রেফতারকৃতরা হলেন দক্ষিণ লালপুর গ্রামের অমিত ব্যাপারীর ছেলে সুখ চাঁদ ব্যাপারী (২৬), ফারুক হোসেনের ছেলে মারুফ হোসেন (১৯), আইয়ুব আলীর ছেলে সজীব ইসলাম (২২), ছবির শেখের ছেলে রাজন শেখ (১৯), আক্কাসের ছেলে সালাম (৩৮), আলম চানের ছেলে সবুজ (২৫), বদরুল ইসলামের ছেলে রকি খান (২৫) ও জোতদৈবগী গ্রামের খালেক মোল্লার
-
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ মমিনুজ্জামান বলেন, আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে।
[caption id="attachment_103119" align="aligncenter" width="1200"] -গ্রেফতার হওয়া ৮ জুয়াড়ি।[/caption]
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫