সোলায়মানঃ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত দেশব্যাপী ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে।
রবিবার (১৫ জুন) নাগরপুর থানা চত্বরে এই বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
নাগরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল ও সদস্য সচিব মোঃ শহিদুর রহমান মনিরের নেতৃত্বে বৃক্ষরোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম, নাগরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, ছাত্র বিষয়ক সম্পাদক জিহাদ হোসেন ডিপটি, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক জাহিদ হাসান জাহিদ, নাগরপুর সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেনসহ নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, পরিবেশ রক্ষায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে ছাত্রদলের এই বৃক্ষরোপণ কর্মসূচি ধারাবাহিকভাবে উপজেলার প্রতিটি ইউনিয়নে পরিচালিত হবে বলে জানিয়েছেন ছাত্রদলের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫