তাহসিনুল আলম সৌরভ:
আমি মোঃ ইয়াছিন আরাফাত বুড়িরচর ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে কর্মরত আছি। সরকার পতনের পর পরিষদের কার্যক্রম পরিচালনা করতে একটি মহল আমাকে অনেক বাঁধা বিপত্তি পোহাতে হয়েছে। অনেকে নিজেদের সুবিধা নেওয়ার জন্য অনৈতিক প্রস্তাব দেয়। আমি তাতে সম্মতি না দেওয়ায় আমাকে বিভিন্নভাবে ফাঁসানোর চেষ্টা করে আসছে। তারই লক্ষ্যে গত ৬ ও ১০ জুন কয়েকটি অনলাইন পত্রিকায় আমার নামে উদ্দেশ্য প্রনোদিত ভাবে একটি মিথ্যা সংবাদ প্রকাশিত হয় যা সম্পুর্ণ ভিত্তিহীত ও বানোয়াট ।
–
আমি বিগত ১৯ মার্চ ২০২৫ ইং তারিখে ০৯ নং বুড়িরচর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে যোগদান করি। মোঃ রাসেল উদ্দিন বিগত ২০১৯ সাল থেকে বুড়িরচর ইউনিয়নের উদ্যোক্তা হিসেবে কর্মরত আছেন। খবরে প্রকাশিত জৈনক আমজাদ হোসেন ফরাজী নামের ব্যাক্তি স্থানীয় সাগরিয়া বাজার এলাকার ব্যাংক এশিয়ার এজেন্ট যিনি নিজেকে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার দাবি করতেন পরবর্তিতে নিজে ভুয়া কাগজপত্র বানিয়ে নিজেকে বুড়িরচর ইউনিয়নের ভুয়া উদ্যোক্তা দাবি করেন এবং প্রতিনিয়ত উদোক্তা রাসেলের সাথে উদ্দেশ্যমূকল ভাবে ঝামেলা সৃষ্টি করেন।
–
এ বিষয়ে বিগত ০১-০১-২০২৫ ইং তারিখে হাতিয়া উপজেলার সকল ইউনিয়ন পরিষদের ১১ জন উদ্যোক্তা স্ব শরীরে উপস্থিত আমজাদ হোসেন ফরাজির সকল কাগজপত্র ভুয়া মর্মে উপজেলা নির্বাহী অফিসারের নিকটি লিখিত অভিযোগ দাখিল করেন এবং তথ্য মন্ত্রনালয়ের এটু আই কে বিষয়টি অবগত করেন।
–
পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় মোঃ রাসেল উদ্দিন ও আমজাদ হোসেন ফরাজির কাগজপত্র দাখিল করতে বললে, হাতিয়া উপজেলার উদ্যোক্তা ফোরামের সভাপতি মোঃ শাহাদাত হোসেন ও অন্যান্য সকল উদ্যোক্তাগন সহ দুইপক্ষের কাগজপত্র যাছাইবাছাই ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ের নিয়মিত প্রতিবেদন যাছাই করে মোঃ রাসেল উদ্দিনের উদ্যোক্তা বৈধ ও আমজাদ হোসেন ফরাজীকে ভুয়া হিসেবে গন্য করেন।
–
সাম্প্রতিক মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতাধীন ভিডব্লিউবি এর কার্ডধারী দুঃস্থ মহিলাদের জমাকৃত সঞ্চইয়ের টাকা উত্তোলনকালে প্রতি কার্ডধারী দুঃস্থ মহিলাদের সঞ্চয়ের টাকা হতে ব্যাংক চার্জের অতিরিক্ত ২০০ টাকা কর্তন করে রাখায় অত্র ইউনিয়নের দফাদারের মাধ্যমে উক্ত টাকা ফেরত প্রদানের জন্য বলা হয়। এ নিয়ে আমার সাথে তার মনমালিন্য ও বৈরিতা শুরু হয়।
–
খবরে প্রকাশিত জৈনক কাফি ফরাজী যিনি বুড়িরচর ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি জনাব আমজাদ হোসেন ফরাজী ও কাফি ফরাজী সম্পর্কে চাচা ভাতিজা।
–
গত ৩ জুন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সরকারের বিশেষ ভিজিএফ এর স্লিপ বিতরন শুরু হয়। বুড়িরচর ইউনিয়নের পরিবারের সংখ্যা বেশি হওয়াত গ্রামপুলিশের মাধ্যমে উক্ত স্লিপ গুলো ওয়ার্ডের হত দরিদ্র পরিবারের মাঝে বিতরনের দায়িত্ব দেয়া হয়।
–
খবরে প্রকাশিত জৈনক কাফি ফরাজী ০৭ নং ওয়ার্ডের গ্রামপুলিশকে একটি নির্দিষ্ট তালিকা দেন স্লিপ বিতরনের জন্য। তালিকা অনুযায়ী স্লিপ না দেয়ায় ০৭ নং ওয়ার্ডের গ্রামপুলিশকে স্লিপ বিতরনে বাঁধা দেন এবং ৫ জুন তিনি ৪/৫ জন লোক নিয়ে ইউপি তে আসেন এবং আমাকে জানান যে উনার কথা মত স্লিপ বিতরন না করলে গ্রাম পুলিশের সরকারী পোশাক খুলে নিবেন। রাত আনুমানিক ০৯ টার দিকে ০৭ নং ওয়ার্ডের গ্রামপুলিশ সুজনের বাসায় ২০/২৫ জন লোক হামলা করেন।গ্রাম পুলিশকে বাসায় না পেয়ে তা স্ত্রী ও সন্তানকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমি দমকি দিয়ে আসেন।
–
তাছাড়া নিউজে প্রকাশ করা হয় মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতাধীন ভিডব্লিউবি এর ৫০০০ আবেদনের করা বলা হয় যা সম্পুর্ণ মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। প্রকৃত এই আবেদনের ওয়েবসাইট পাবলিকের জন্য উন্মোক্ত। বুড়িরচর ইউনিয়নে ২০২৫-২০২৬ চক্রের সর্বোমোট অনলাইন আবেদন করা হয়েছে ১৪৩০ টি, যার বেশির্ভাগ আবেদনকারীগন নিজ উদ্যোগে বিভিন্ন কম্পিউটার দোকান থেকে আবেদন করেছেন।
–
উল্যেখ্য বিগত ০২-০৬-২০২৫ ইং তারিখ থেকে ০৫-০৬-২০২৫ ইং তারিখ থেকে ০৯ নং বুড়িরচর ইউনিয়ন পরিষদ এ ইউনিয়নের ট্যাগ অফিসার, ইউপি সদ্যস্য ,নৌবাহিনীর সদস্য, গ্রামপুলিশদের উপস্থিতিতে ভিডব্লিউবি ,ঈদুল আযহার বিশেষ ভিজিএফ, ও জেলে কার্ডের চাল সুন্দর ও সফল ভাবে বিতরন চলছিল। ০৫-০৬-২০২৫ ইং তারিখে আনুমানিক ৬.০০ ঘটিকার সময় ০৮ নং ওয়ার্ডের গ্রামপুলিশের বাসায় সরকারী চাউল আছে মর্মে গোপন সূত্রে খবর পেয়ে আমি , ট্যাগ অফিসার , নৌবাহিনীর টিম , পুলিশ বাহিনীর সদস্য ও বুড়িরচর ইউনিয়নের দফাদারসহ ঘটনাস্থলে উপস্থিত হই এবং ০৮ নং ওয়ার্ডের গ্রামপুলিশের বসত ঘরে ৩০ কেজির ৮ বস্তা চাল দেখিতে পাই। বাড়িতে থাকা সদস্যরা এই বিষয়ে সন্তোষজনক উত্তর দিতে না পারায় উক্ত চাউল গুলো জব্দ করে থানায় হেফাজতে নিয়ে আসি। এবং তার বিরুদ্ধে অফিসিয়ালি যোগাযোগের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
–
অথচ প্রকাশিত খবরের সাথে বাস্তবস্তার কোন মিল নেই। এমন মিথ্যা ও উদ্যেশ্য মুলক ভাবে মানহানিকর সংবাদ প্রকাশ করায় আমি এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ।
মোঃ ইয়াছিন আরাফাত
প্রশাসনিক কর্মকর্তা
বুড়িরচর ইউনিয়ন পরিষদ
হাতিয়া, নোয়াখালী ।
প্রিন্ট