ফরিদপুর জেলার আলফাডাঙ্গার পৌরসভার কুশুমদী গ্রামের কামাল শিকদার (৪০) নামের এক জনকে ৭৫ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেছে আলফাডাঙ্গা থানা পুলিশ। সে ওই গ্রামের আয়েন উদ্দিন শিকদারের ছেলে।
থানা সূত্রে জানা যায়, কামাল শিকদার বেশ কিছু দিন ধরে বিভিন্ন নেশা দ্রব্য বিক্রি করেন। গোপন সংবাদের ভিত্তিতে এস আই আব্দুল আজিজ শেখ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ তার নিজ বাড়ি থেকে ৭৫ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। সেই সাথে জনসাধারনের চলাচলে প্রকাশ্য রাস্তায় বেসামাল অবস্থায় হৈ-হুলা ও চিৎকার চেঁচামেচি অপরাধে চারজনকে গ্রেপ্তার করা হয়। এদের সবাইকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ওসি মো.ওয়াহিদুজ্জামান জানান, নেশা দ্রব্য ব্যবসায়ী কামাল শিকদারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ বাড়ি থেকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয় । তার বিরুদ্ধে একটি মাদক মামলা হয়েছে। তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।
সেইসাথে লকডাউনে প্রকাশ্য রাস্তায় বেসামল অবস্থায় হৈ-হুলা করার দায়ে আরও চারজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫