বোরহানুজ্জামান আনিসঃ
ফরিদপুরের নগরকান্দায় ডোবার পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার কাইচাইল ইউনিয়নের দক্ষিণ কাইচাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই বোন হলো দক্ষিণ কাইচাইল গ্রামের ইতালি প্রবাসী সুমন মোল্যার কন্যাদ্বয় নাফিসা আক্তার (৫) ও নাজিফাআক্তার (৩)।
-
সুমন মোল্যার বাবা কালাম মোল্যা জানান, তার ছেলে সুমন মোল্যা ইতালি থাকে। গ্রামের বাড়ি ছেড়ে নগরকান্দা শহরে এসে ছেলের বউ ও নাতনিদের নিয়ে বাসা ভাড়া করে থাকেন। ঈদ উদযাপন করার উদ্দেশ্যে শুক্রবার সকালে গ্রামের বাড়ি দক্ষিণ কাইচাইল গ্রামে যান। সেখানে দুই বোন একসঙ্গে বাড়ির পাশে বাগানে খেলা করছিল। খেলা করতে করতে কখন যেন পাশে ডোবার পানিতে পড়ে যায়। বেলা সাড়ে ১২ টার দিকে প্রতিবেশী একজন পানিতে দুই বোনের লাশ ভাসতে দেখে চিৎকার দিলে লোকজন এসে তাদের উদ্ধার করে। সাথে সাথে স্বজনেরা নগরকান্দা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।
-
একসঙ্গে আপন দুই বোনের এমন করুন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
-
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জয়দেব সরকার বলেন, কাইচাইলএলাকা থেকে দুটি শিশুকে নিয়ে এসেছিল হাসপাতালে। আমরা প্রাথমিক ভাবে চিকিৎসা দিতে গেলে বুঝতে পারি শিশু দুটি অনেক আগেই মারা গেছে। ধারণা করা গেছে দু'জনই পানিতে ডুবে মারা গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫