নিজস্ব প্রতিবেদকঃ
মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চর এলাকায় সোনার বাংলার সামনে সড়কের পাশে দাঁড়িয়ে প্রতিদিন বুট বিক্রি করেন এক যুবক। প্রতিদিন মাত্র এক কেজি বুট নিয়ে আসেন তিনি। বিক্রি করে যা আয় হয়, তা দিয়েই চলে তার সাদামাটা সংসার। কিন্তু এই সামান্য আয়ের মাঝেও তাকে গুনতে হচ্ছে প্রতিদিন ১০০ টাকার চাঁদা।
-
স্থানীয় সূত্রে জানা যায়, ‘নতুন পাতি নেতা’ পরিচয়ে আরিফ নামের এক যুবক নিয়মিতভাবে ওই বুট বিক্রেতার কাছ থেকে চাঁদা আদায় করছেন। ভয় ও প্রভাব দেখিয়ে তাকে বাধ্য করা হচ্ছে নিয়মিত টাকা দিতে।
-
ভুক্তভোগী যুবক জানান, “আমি গরিব মানুষ, দিন চালাতে বুট বিক্রি করি। প্রতিদিন এক কেজি বুট বিক্রি করে যা পাই, তাতেই কষ্টে চলে। কিন্তু এই আরিফ নামে এক লোক রোজ জোর করে ১০০ টাকা নেয়। না দিলে বসতে দেয় না।”
-
এলাকার বেশ কয়েকজন দোকানদার এবং পথচারীরাও বিষয়টি সম্পর্কে অবগত। তাদের অভিযোগ, আরিফ ও তার সঙ্গীরা স্থানীয় রাজনীতির নাম ব্যবহার করে সাধারণ খেটে খাওয়া মানুষদের উপর প্রভাব বিস্তার করছে। এমনকি অন্যান্য হকার ও ভ্রাম্যমাণ বিক্রেতারাও একই রকম চাঁদাবাজির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
-
এলাকাবাসীর দাবি, অবিলম্বে এই চাঁদাবাজির ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫