শেখ সাইদুল ইসলাম প্রবীণঃ
কুষ্টিয়া জেলার খোকসা পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে এ.জেড.জি রশিদ রেজা বাজু মুন্সি এবং সাধারণ সম্পাদক হিসেবে মোস্তফা শরীফ নির্বাচিত হয়েছেন।
সোমবার সকালে খোকসা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় (ভারপ্রাপ্ত) সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "আজ ১৭ বছর খুনি হাসিনার সরকার আমাদের নেতাকর্মীদের একসাথে সভা করতে দেয়নি। জেল-জুলুম, নির্যাতন চালিয়েছে। তার জবাবেই জুলাই-আগস্টের আন্দোলনে খুনি হাসিনা সরকারের পতন হয়েছে। এখন আমরা রাজপথে স্বাধীনভাবে কথা বলতে পারছি, চলাফেরা করতে পারছি।"
তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বলেন, "যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন।" এ ব্যাপারে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, "যে কোনো সময় দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং দলের নেতা তারেক রহমানের রোডম্যাপ অনুযায়ী আমাদের কাজ করতে হবে।" এ বিষয়ে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদী এবং খোকসা উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান।
সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক এ.জেড.জি রশিদ রেজা বাজু মুন্সি। আরও বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও জেলা বিএনপির সদস্য আব্দুল মুহিত, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাফিজ আহমেদ খান রাজু এবং পৌর বিএনপির নেতৃবৃন্দ।
দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতি হিসেবে এ.জেড.জি রশিদ রেজা বাজু মুন্সি এবং সাধারণ সম্পাদক হিসেবে এস.এম. মোস্তফা শরীফ নির্বাচিত হন। সভায় সিদ্ধান্ত হয়, নবনির্বাচিত কমিটি দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ পৌর কমিটি গঠন করবে।
উক্ত সম্মেলনে উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫