ফরিদপুরের আলফাডাঙ্গা থানায় কর্মরত চার পুলিশ সদস্যের অবসর গ্রহণ উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে স্বাস্থ্যবিধিমেনে থানার ওসি মো. ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে এস আই আব্দুল আজিজ শেখের পরিচালনায় অনুষ্ঠিত বিদায় সংর্বধনা অনুষ্ঠানে কর্মগুণে মনজয়ী চার পুলিশ সদস্য মো. মিজানুর রহমান, মো. আলী নুর, মো. সিদ্দিকুর রহমান ও মো. মজিবর রহমানকে শ্রদ্ধা, ভালবাসা আর ফুলেল শুভেচ্ছায় বিদায় জানান আলফাডাঙ্গা থানা পুলিশ।
এসময় বিদায়ী পুলিশ সদস্যরা আবেগে আপ্লুত হয়ে বলেন, কনস্টেবলদের অবসর উপলক্ষে এত আয়োজন দেশের কোথাও দেখিনি। জীবনে কখনো কল্পনা করিনি এত সম্মান, এত ভালবাসা, এত উপহার দিয়ে আমাদের আনুষ্ঠানিক বিদায় দেয়া হবে।
পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে পরিদর্শক উপ-পরিদশকসহ সহকর্মী পুলিশদের দেয়া বিরল ভালোবাসার আবেগে আপ্লুত হয়ে কাদঁতে কাদঁতে তারা বলেন, বিদায় কালে আমি প্রাপ্তিতে পরিপূর্ণতা পেয়েছি। দেশের সকল থানায় পুলিশ কর্মকর্তারা যেন আলফাডাঙ্গা থানায় কর্মরত পুলিশ কর্মকর্তাদের মত অহিংস ও পুলিশ দরদি হয়, অপ্রতাশিত বিদায় অনুষ্ঠানে দেয়া অপ্রতাশিত ভালবাসায় মনোমুগ্ধ চার কনস্টেবল আবেগের শুরুতে তার এই প্রত্যাশার কথাগুলো জানান।
বিদায় অনুষ্ঠানে পুলিশ সদস্য রাকিব মোল্লা বলেন, পুলিশ প্রতিটি মুহূর্তে মৃত্যু ঝুঁকিতে থেকেও দায়িত্ব পালনে সর্বদায় সচেষ্ট থাকে। কর্তব্যে পালনে নিহত আহত ও পঙ্গু হয়েছেন শত শত পুলিশ। পুলিশ যদি চাকরির শেষে নূন্যতম সেই সম্মানটা পায় তাহলে সেই সম্মানটাই আমাদের প্রত্যাশা পূরণের চরম পাওয়ার সামিল।
আলফাডাঙ্গা থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান বিদায় অনুষ্ঠানে দেয়া বক্তব্যে বিদায়ী চারজন কনস্টেবল কর্মগুণের প্রশংসা করেন। এসময় তিনি উপস্থিত পুলিশের এস আই, এ এস আইসহ সকল পুলিশ সদস্যকে বিদায়ী পুলিশ সদস্যদের ন্যায় যথাযথ দায়িত্ব পালনে সচেষ্ট হতে বলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha