অপি মুন্সীঃ
প্রাইভেটকার গাড়ীতে করে ইয়াবা বহন করার সময় মাদারীপুরে ছয় হাজার আটশত পিস ইয়াবাসহ জুয়েল ফরাজী (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে জেলার শিবচর উপজেলার শেখপুর বাস স্ট্যান্ডে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত জুয়েল ফরাজী ভোলার বোরহানউদ্দিন উপজেলার জয়ার হাটবাজার গ্রামের আজিজুল হকের ছেলে।
-
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩০ মে) রাত আড়াইটার দিকে শিবচর থানা পুলিশের একট দল শিবচরের শেখপুর বাস স্ট্যান্ডের রাস্তার উপরে চেক পোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেন এসময় মাদারীপুরগামী- ঢাকা মেট্টো-গ ২৩-০৭৫৩ নাম্বারের সাদা রঙ্গের একটি প্রাইভেটকারের গতিরোধ করে গাড়ীর ভীতরে থাকা জুয়েল ফরাজীর নিকটে ৬ হাজার ৮শত পিস ইয়াবা পাওয়া যায়। পরে তাকে ইয়াবাসহ আটক করা হয়। ইয়াবা বহনকারী প্রাইভেট কারটিও জব্দ করে পুলিশ।
-
এবিষয় শিবচর থানার পরিদর্শক (তদন্ত) শাজাহান মিয়া বলেন, গতকাল রাতে অভিযান চালিয়ে ৬ হাজার ৮শত পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। মামলা প্রক্রিয়া শেষে আজ দুপুরের তাকে মাদক মাদলায় মাদারীপুর আদালতে প্ররণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫