সাহিদা পারভীনঃ
রাজবাড়ীর কালুখালীতে ট্রাক চাপায় এক বাইকচালক নিহত হয়েছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে কালুখালীর চাঁদপুর ব্রীজের উপর এ দূর্ঘটনা ঘটে।
-
দূর্ঘটনায় নিহত বাইক চালকের নাম বারেক মণ্ডল (৫৫)। সে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের দয়ালনগর গ্রামের মৃত তোরাপ মণ্ডলের ছেলে।
-
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ বলেন, বারেক মণ্ডল মোটরসাইকেল নিয়ে পাংশার দিক থেকে রাজবাড়ীর দিকে আসছিলেন। পথে চাঁদপুর ব্রিজের ওপর পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় তিনি নিহত হন।
-
ঘটনার পরই ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। এ ব্যাপারে কালুখালী থানায় একটি মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫