আব্দুস সালাম তালুকদারঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় শাকিলা (৯) নামে এক শিশু নিতহ হয়েছে। সে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের দরবার পাড়া গ্রামের মোঃ শাকিম আলীর মেয়ে। মেয়ের চাচা মোঃ রাকিবুল ইসলাম (৪৫) গুরুত্বর আহত হয়েছে।
.
বৃহস্পতিবার (২৯ মে) বিকেল সারে ৫টার দিকে উপজেলার বোয়ালিয়া-রহনপুর সড়কের বোয়ালিয়া ভূমি অফিসের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
.
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান, বৃহস্পতিবার বিকেলে মোঃ রাকিবুল ইসলাম তার ভায়ের মেয়ে শাকিলাকে নিয়ে বাসা হতে মোটরসাইকেল করে রহনপুর যাওয়ার পথে বোয়ালিয়া ভূমি অফিসের সামনে বিপরীত দিক থেকে আসা শ্যালো চালিত ভুটভুটির সাথে সামনাসামনি ধাক্কা লাগলে ঘটনাস্থলেই চাচা ভাতিজি গুরুত্বর জখম হয়।
.
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় শাকিলার মৃত্যু হয়। এবং চাচা রাকিবুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলে হস্তান্তর করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। তবে এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫