আমিরুল ইসলামঃ
নাটোরের বড়াইগ্রামে ‘বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় ফেইজ)’ এর অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা সমাজসেবা অফিসার রেজাউল করিমের সঞ্চালনায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নওগাঁ উপজেলা সমাজসেবা অফিসার ইমামুল হক।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান। আলোচক হিসেবে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস এবং জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক শাহাদৎ হোসেন।
রিপোর্টিয়ার হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া ও নলডাঙ্গা উপজেলা সমাজসেবা অফিসার আবু দাউদ ও সুমন সরকার।
সেমিনারে কামার, কুমার, নাপিত, মুচি, বাঁশ-বেত পণ্য প্রস্তুতকারী ও কাঁশা-পিতল সামগ্রী প্রস্তুতকারী—এই ৬টি প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর প্রতিনিধি, গ্রামীণ বাদ্যযন্ত্র শিল্পী, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধাসহ সরকারী বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫