মোঃ আরিফুল মিয়াঃ
ফরিদপুরের মধুখালীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে অজ্ঞাত এক ব্যক্তি আত্মহত্যা করেছে। বুধবার (২৮ মে ২০২৫ইং) বিকেল আনুমানিক চারটা ৪৫ মিনিটের দিকে মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের দেউল মথুরাপুর এলাকায় ফরিদপুর চিনিকলের পূর্ব পাশে এই ঘটনা ঘটে।
.
স্থানীয় সূত্রে জানা যায়,বিকেলে এই ব্যক্তিকে উক্ত স্থানে এলোমেলো ঘোরাফেরা করতে দেখেন স্থানীয়রা। এরপর ভাটিয়াপাড়া থেকে ছেড়ে আসা রাজবাড়ী হয়ে ফরিদপুর-ভাঙ্গা গামী ভাটিয়াপাড়া মেইল ট্রেনটি চিনিকল এলাকায় পৌঁছালে তখন রেল লাইনের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় অজ্ঞাত এই ব্যক্তি টেনের নিচে ঝাপ দেয়। এরপর ট্রেন চলে যাওয়ার পর এলাকাবাসী উক্ত স্থানে মরদেহটি দেখতে পান।
.
এ সময় তার পরনে ছিল চেক টি শার্ট এবং কালো কালারের ফুল প্যান্ট। পায়ে বার্মিজ জুতা। তার আনুমানিক বয়স ৩৫-৩৬ বছর। এসময় মরদেহের পাশ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা রেলওয়ে পুলিশ।
.
পরবর্তীতে বিষয়টি মধুখালী রেলওয়ে স্টেশন মাস্টারকে জানালে তিনি ঘটনাস্থলে তার প্রতিনিধি পাঠান এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করেন। এখনো মৃতদেহের পরিচয় শনাক্ত হয়নি।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫