সেলিম সানোয়ার পলাশঃ
রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোঃ আসের আলী (৪৭) নামে এক যাত্রী নিহত ও সিএনজি চালকসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
বুধবার (২৮ মে) উপজেলার কাঁকনহাট চব্বিশনগর রোডে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত মোঃ আসের আলী রিশিকুল ইউনিয়নের বড় নারায়নপুর গ্রামের মৃত আব্দুল হামিদের পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে একটি দ্রæতগামী ট্রাক একটি সিএনজি ধাক্কা দিলে সিএনজিতে থাকা এক যাত্রী ঘটনাস্থলেই মারা যায় এবং সিএনজি চালকসহ আরো ৩ জন যাত্রী আহত হন।
স্থানীয়রা দ্রুত আসের আলীসহ আহতদের উদ্ধার করে প্রথমে গোদাগাড়ীর উপজেলা (প্রেমতলী) স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আসের আলীকে মৃত ঘোষণা করেন এবং আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করেছি। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে।”
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫