আসাদুর রহমান হাবিবঃ
দিনাজপুরের ফুলবাড়ীতে যৌথ অভিযানে মাদকসহ ৩ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
২৮ মে, বুধবার রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৭ হর্সের ক্যাপ্টেন নাঈমের নেতৃত্বে মধ্যপাড়া আর্মি ক্যাম্পের সদস্যরা, ফুলবাড়ী থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন:
ফুলবাড়ী উপজেলার বারাই গ্রামের ধনু কুমারের ছেলে গোবিন্দ (২২)
খাজাপুর বড়গাছা গ্রামের শহিদুল ইসলামের ছেলে মোহাম্মদ আজম (২২)
একই গ্রামের মীর হামজার ছেলে সাব্বির হোসেন
তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা ও ১৬টি ট্যাফেন্ডেনাজল ট্যাবলেট জব্দ করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
অভিযান শেষে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূলে তারা যেকোনো পরিস্থিতিতে প্রস্তুত এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫