মোঃ আনিসুর রহমানঃ
‘শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন’ এই প্রতিপাদ্যে নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে র্যালি ও আলোচনা সভায় অংশ নিয়ে পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা।
আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সূচনা মনোহরার সভাপতিত্বে এবং মেডিকেল অফিসার ডা. ফাকেহা জাবীন এর সঞ্চালনায় পুষ্টি বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন জুনিয়র কনসালটেন্ট (গাইনী অ্যান্ড অবস) ডা. খন্দকার মাহাবুবা জান্নাত।
এ সময় উপস্থিত ছিলেন—
উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়,
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু হায়দার আলী,
উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. মাহমুদুল হাসান,
উপজেলা শিক্ষা কর্মকর্তা ড. সাবরিনা আনাম,
বাগাতিপাড়া মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান,
উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি খাদেমুল ইসলাম প্রমুখ।
এ উপলক্ষে উপজেলা পর্যায়ের উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে চিত্রাঙ্কণ ও রচনা প্রতিযোগিতা এবং পুষ্টি বিষয়ক কুইজের আয়োজন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫