গ্রাহকের জমা করা টাকা ও বিদ্যুৎ গ্রাহকদের বিলের প্রায় কোট টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হওয়া ব্যাংক এশিয়ার মোবাইল ব্যাংকিংয়ের নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ী বাজার শাখার এজেন্ট মো. খায়রুল বাশারকে গ্রেপ্তার করেছে কালিয়া থানা পুলিশ।
রোববার ভোরে কালিয়া থানার একদল পুলিশ তাকে খুলনার একটি বাসা থেকে গ্রেপ্তার করে। খায়রুল বাশার উপজেলার চন্দ্রপুর গ্রামের মো. ইমাদুল খানের ছেলে।
এর আগে ব্যাংক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কালিয়া থানায় একটি মামলা দায়ের করে।
পুলিশ জানায়, গত ২০২০ সালের জুন মাসে ব্যাংক এশিয়া মোবাইল ব্যাংকিং পরিচালনার জন্য উপজেলার চাচুড়ী বাজার শাখায় খায়রুল বাশারকে এজেন্ট নিয়োগ করে।
সেই থেকে খায়রুল ওই ব্যাংকের সঞ্চয়ী হিসাব পরিচালনাকারি গ্রাহকদের জমা করা টাকা ও বিদ্যুৎ গ্রাহকদের জমা দেয়া বিদ্যুৎ বিলের টাকা ব্যাংক রশিদের মাধ্যমে জমা নিলেও ৮৩ লাখ টাকা ব্যাংকের হিসাবে জমা না করে নিজে আত্মসাত করেন।
বিদ্যুৎ কর্তৃপক্ষ গ্রাহকদের নামে বকেয়া বিদ্যুৎ বিল করতে শুরু করলে ঘটনাটি জানাজানি হলে খায়রুল বাশার লাপাত্তা হয়ে যান।
ঘটনাটি ব্যাংক কর্তৃপক্ষ জানতে পেরে নিরীক্ষার মাধ্যমে ঘটনার সত্যতা পেয়ে গত ২৮ জুলাই এজেন্ট খায়রুল সহ অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামী ওই ব্যাংকের রিলেশনশিপ কর্মকর্তা মো. তুহিনুর রহমান বাদি হয়ে কালিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
এঘটনায় তৎপর হয় কালিয়া থানা পুলিশ। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর সাড়ে ৪ টার দিকে কালিয়া থানার ওসি সেখ কনি মিয়ার নেতৃত্বে একদল পুলিশ খুলনা ক্যান্টনমেন্ট এলাকার পাশের একটি নির্জন বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
কালিয়া থানার ওসি সেখ কনি মিয়া জানান, মূল আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামীদের শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha