বেতন বৈষম্যে নিরসন, নিয়োগ বিধি সংশোধনসহ ৩ দফা দাবীতে টানা ১১ দিনের মত ঝিনাইদহে কর্মবিরতি পালন করেছে স্বাস্থ্য সহকারীরা। রোববার সকাল থেকে শহরের পুরাতন হাসপাতাল, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ জেলার বিভিন্ন উপজেলায় এ কর্মবিরতি পালন করছে ১৮৪ জন স্বাস্থ্য সহকারী।
এসময় বাংলাদেশ হেলথ এ্যাসিসট্যান্ট এসোসিয়েশন জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম জোয়ার্দ্দার, উপদেষ্টা নাজিম উদ্দিন জোয়ার্দ্দার, সদর থানা শাখার সভাপতি আব্দুর রাকিবসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। গত ২৬ নভেম্বর থেকে শুরু হওয়া এ কর্মসূচী চলছে প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত। কর্মবিরতি দিয়ে তারা অফিস প্রাঙ্গনে বিক্ষোভ ও সমাবেশ করছেন।
এসময় আন্দোলকারীরা, স্বাস্থ্যমন্ত্রীর লিখিত প্রতিশ্রæতি মোতাবেক স্বাস্থ্য পরিদর্শকদের ১১ তম, সহকারী স্বাস্থ্য পরিদর্শকদের ১২ তম এবং স্বাস্থ্য সহকারীদের ১৩ তম গ্রেডে উন্নীতকরণসহ বেতন বৈষম্য নিরসনের দাবি জানান। এদিকে কর্মবিরতির কারণে বিপাকে পড়েছেন টিকা নিতে আসা শিশুদের স্বজনরা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha