আসলাম বেপারীঃ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা মাল্টিপারপাস হলরুমে মঙ্গলবার দিনব্যাপী 'পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৫' বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং ওয়াল্ড ব্যাংক ও ইফাদের আর্থিক সহায়তায় এই কর্মশালার আয়োজন করা হয়।
.
কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শাহাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক মো. রকিবুল ইসলাম ও মোঃ আবুল হোসেন মিঞা।
.
প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার মোঃ মামুনুর রহমান এবং সঞ্চালনা ও ভিডিও প্রেজেন্টেশন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. শাখাওয়াত হোসেন।
.
কর্মশালায় বক্তারা খোরপোষ কৃষিকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তরের জন্য পার্টনার ফিল্ড স্কুলের গুরুত্ব তুলে ধরেন। উপজেলার প্রতিটি ইউনিয়নে ২৫ জন কৃষক নিয়ে একটি করে পার্টনার ফিল্ড স্কুল গঠন করা হয়েছে, যেখানে নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহায়তা প্রদান করা হবে। এছাড়া, সমবায় কার্যক্রমের মাধ্যমে কৃষকদের আয়বর্ধক কার্যক্রমে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
.
এই কর্মশালার মাধ্যমে চরভদ্রাসন উপজেলায় কৃষি উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫