অপি মুন্সীঃ
চলতি বছরের এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে মাদারীপুরের কালকিনিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৭ মে) দুপুরে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের পরীক্ষার্থী ও শিক্ষার্থীরা ঢাকা-বরিশাল মহাসড়কের পৌর এলাকার ভূরঘাটা বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন।
.
মহাসড়ক অবরোধের ফলে উভয় পাশে প্রায় পাঁচ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
.
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, “আমরা অন্য উপজেলায় গিয়ে পরীক্ষা দিতে চাই না। আমাদের নিজ উপজেলায় পরীক্ষাকেন্দ্র স্থাপন করতে হবে। দাবির প্রেক্ষিতে আজকের এই অবরোধ কর্মসূচি পালন করছি। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”
.
এ বিষয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ বলেন, “মহাসড়ক অবরোধের বিষয়টি জানতে পেরে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করি। আশা করছি, বিষয়টি দ্রুত সমাধান হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫