রিপন সরকারঃ
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া'র গৃহীত কর্মসূচি ‘গ্রীণ অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’-এর আওতায় রূপগঞ্জে ১০ হাজার বৃক্ষরোপণ, থানা ভবন পরিদর্শন, সড়ক উদ্বোধনসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে।
গতকাল ২৭ মে, মঙ্গলবার দিনব্যাপী উপজেলার তারাবো পৌরসভায় পৌর স্কুল পরিদর্শন, গোলাকান্দাইলে বৃক্ষরোপণ ও সড়ক উদ্বোধন করেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন:
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম
রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরিকুল আলম
পূর্বাচল রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) তাছবির হোসেন
গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়া
উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মতিন
ছাত্রদলের সদস্য সচিব মাছুম বিল্লাহ
ভূলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোখলেছ উদ্দিন প্রমুখ।
এ সময় জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া বলেন, “নারায়ণগঞ্জ শহরের পাশাপাশি রূপগঞ্জে ১৫ হাজার গাছ লাগানো হবে। এখানে শিল্পনগরী হওয়ায় ঢাকা-সিলেট মহাসড়কের অংশে যানজট সমস্যা, জমি দখল, পরিবেশ দূষণের ঘটনা নিত্য ঘটে। এসব নিয়ে প্রশাসন কাজ করবে। আমি সবাইকে বেশি বেশি গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করার আহ্বান জানাচ্ছি। সবার সহযোগিতা পেলে আমরা নারায়ণগঞ্জকে গ্রীন অ্যান্ড ক্লিন সিটি এবং পুরো জেলাকে গ্রীনে রূপান্তরিত করতে পারবো।”
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫