সোলায়মানঃ
আজ (২৭ মে ২০২৫) টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ৮ নং দপ্তিয়র ইউনিয়ন পরিষদে ভিজিডি (VWB) কার্ডধারীদের মাঝে তিন মাসের চাউল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
.
সরকারি সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় আয়োজিত এই বিতরণ কার্যক্রমে প্রত্যেক উপকারভোগীকে নির্ধারিত পরিমাণ চাউল হস্তান্তর করা হয়। এ সময় ইউনিয়ন পরিষদ চত্বরে উপকারভোগী নারীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
.
বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে সার্বিক তদারকির দায়িত্ব পালন করেন দপ্তিয়র ইউনিয়ন,ট্যাগ অফিসার মোঃ নওশাদ আলম,দপ্তিয়র ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব মোঃ তারা মিয়া। তার সঙ্গে ছিলেন , ইউপি হিসাব সহকারী,মো: ফিরোজ আকন্দ, ডিজিটাল সেন্টার উদ্দোক্তা মো: বাবুল হোসেন, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।
.
বিতরণকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারের এ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো দরিদ্র ও অসহায় নারীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের জীবনে সাময়িক স্বস্তি ফিরিয়ে আনা।
.
উপস্থিত কর্মকর্তারা সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ায় চাউল বিতরণে সক্রিয় ভূমিকা রাখেন এবং অনিয়ম রোধে কঠোর নজরদারি বজায় রাখেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫