মোঃ আলম মৃধাঃ
নরসিংদীতে রেলওয়ের জমি দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা ভেঙ্গে-গুঁড়িয়ে দিলো বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। আজ (২৬ মে) সোমবার দুপুরে নরসিংদীর আরশীনগর থেকে বাদুয়াচর রেলগেট এলাকা পর্যন্ত এই অভিযান চালান কর্তৃপক্ষ। ওই সময় ভেক্যু দিয়ে রেলের জায়গায় অবৈধভাবে গড়ে উঠা প্রায় শতাধিক অবৈধ স্থাপনা ভেঙ্গে-গুঁড়িয়ে দেওয়া হয়।
.
বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা নাসির উদ্দিন মাহমুদ বলেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে রেলওয়ের জায়গা দখল করে বেশ কিছু দোকানপাট ও স্থাপনা গড়ে তোলা হয়। এসব স্থাপনা সরিয়ে নেয়ার জন্য ইতিপূর্বে মাইকিং করা হয়েছিল। তারপরও অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নেয়নি। বেলা ১১টা থেকে অবৈধ স্থাপনাগুলোতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এই উচ্ছেদ অভিযান চারদিন অব্যাহত থাকবে। উচ্ছেদের পর পুনরায় দখল করা হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
.
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, রেলওয়ে ফাঁড়ি পুলিশ ও নরসিংদী মডেল থানা পুলিশ, আনসারসহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার লোকজন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫