নিজস্ব প্রতিনিধিঃ
ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির দুই গ্রুপ একই স্থানে সভা আহ্বান করায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। সম্ভাব্য সংঘাত এড়াতে প্রশাসন সোমবার সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত আলফাডাঙ্গা উপজেলা সদর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।
উত্তেজনার পেছনের কারণ
স্থানীয় ও প্রশাসনিক সূত্রে জানা যায়, বিএনপির দুটি গ্রুপ একই সময় চৌরাস্তা এলাকায় সভার আয়োজন করে। এতে করে দুই পক্ষের নেতাকর্মীরা নির্দিষ্ট দূরত্বে অবস্থান নেন এবং পৃথকভাবে মহড়া শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ তাদের সরিয়ে দেয়। পরে সংঘাতের আশঙ্কায় সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রাহানুর রহমান ১৪৪ ধারা জারির আদেশ দেন।
দুই পক্ষের বক্তব্য
উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন জানান, কিছুদিন আগে কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম একটি সভায় আওয়ামী লীগ নেতাকে সভাপতিত্ব করতে দেন। এর প্রতিবাদে তারা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি নেন। তবে খন্দকার নাসিরুল ইসলাম দাবি করেন, স্থানীয়ভাবে আয়োজিত সভাটি প্রশাসনের নিষেধে স্থগিত করা হয় এবং খোকন বিএনপির কেউ নন।
প্রশাসনের অবস্থান
আলফাডাঙ্গা থানার এসআই সুজন বিশ্বাস জানান, পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। সহকারী পুলিশ সুপার ইমরুল হাসান বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) রাহানুর রহমান বলেন, শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে দিনব্যাপী ১৪৪ ধারা বলবৎ থাকবে এবং সকল ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫