নিজস্ব প্রতিনিধিঃ
"নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি" -এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২৬ মে সোমবার সকাল ১১ টায় ফরিদপুর জেলার সদরপুর উপজেলায় বর্ণিল আয়োজনে ৩ দিনব্যাপী ভূমি মেলা ২০২৫ শুভ উদ্বোধন করা হয়েছে।
ভূমি মন্ত্রনালয়, ভূমি সংস্কার বোর্ড, ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় সোমবার সকালে উপজেলা ভূমি অফিস সংলগ্ন চত্বরে ভূমি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত সরকারি কমিশনার (ভূমি) জনাব জাকিয়া সুলতানা।
এর আগে উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, সংবাদকর্মী এবং আগত অতিথিদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে সভামঞ্চে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত সরকারি কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: সব্যসাচী মজুমদার, কৃষি কর্মকর্তা নিটুল রায়। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জেল হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সদরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, ভূমি সেবা গ্রহীতাগন ও সাংবাদিকবৃন্দ।
বক্তারা ভূমি উন্নয়ন কর পরিশোধ করে দেশ উন্নয়নের সহযোগিতা করা ও সঠিক সময়ের মধ্যে ভূমির কর পরিশোধ করার জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানান। বর্তমানে ভূমি সেবা সহজ করতে ৯৫% অনলাইন করা হয়েছে বলেও জানা জানানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫