ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার ,২৫মে “ভূমি সেবা সপ্তাহ-২০২৫” এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১১টায় উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়।
.
র্যালিটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ভূমি অফিসের সামনে গোল চত্বরে এসে শেষ হয়, যেখানে মূল উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
.
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুন। তিনি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবেও বক্তব্য প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রোজিউল্লাহ খান।
.
“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন, আব্দুস সালাম মোল্যা, বীর মুক্তিযোদ্ধা ফখরুজ্জামান মাস্টার, আবুল কালাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিত্ব নজরুল ইসলাম শিকদার ও আক্রাম হোসেন প্রমুখ।
.
বক্তারা তাদের বক্তব্যে ভূমি সেবা সংক্রান্ত অনলাইন জটিলতা নিরসন, ভুল তথ্য সংশোধন, এবং চরাঞ্চলের সব জমির খাজনা চালু করার বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরেন। এছাড়াও, অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত সকলকে সময়মতো জমির খাজনা পরিশোধ করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫