মোঃ আলম মৃধাঃ
নরসিংদীতে মাদক সেবন নিয়ে শুভ মিয়া (২০) নামে একজনকে হত্যার করে তার বন্ধুরা। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ (২৫ মে) রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনের এই তথ্য জানান পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) নরসিংদী পুলিশ সুপার এস. এম মোস্তাইন হোসেন।
.
নিহত শুভ নরসিংদী সদর উপজেলার শেখেরচর মোল্লাপাড়া এলাকার মানিক মিয়ার ছেলে।
.
পুলিশ সুপার মোস্তাইন হোসেন বলেন, গত ৬ এপ্রিল রাতে সদর উপজেলার খিদিরপুর টেকপাড়া জানের মুখ ব্রীজের পাশে শুভসহ হাবিবুর, কবির, নাঈম ও তাদের অন্য একজন বন্ধু মোট পাঁচজন মিলে একসঙ্গে মাদক সেবন করছিল।
.
মাদক সেবনকালে মাদক সংগ্রহ সংক্রান্ত বিষয়ে শুভর সঙ্গে হাবিবের বাকবিতন্ডা হয়। একপর্যায়ে হাবিবুর শুভর গলাচেপে ধরে কিল ঘুষি মারতে থাকে।
.
তিনি আরো জানান, সাথে থাকা কবির, নাঈম ও অন্য একজন বন্ধুও শুভর নাকে মুখে এলোপাথারী কিল, ঘুষি মারতে থাকে। পরে পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি দড়ি পেয়ে শুভর গলায় প্যাঁচ দিয়ে দুই দিক থেকে টেনে ধরে। তখন শুভ মাটিতে পড়ে যায় এবং তার মৃত্যু হয়। তারা শুভর মরদেহ পাশের একটি ডোবায় ফেলে দিয়ে ৪জন পালিয়ে যায়।
.
এই বিষয়ে নরসিংদী মডেল থানায় একটি অজ্ঞাত নামা মামলা হয়। পরে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) নরসিংদী ছায়া তদন্তে নামে।
.
এরপর (পিবিআই) উপ-পুলিশ পরিদর্শক মোহাম্মদ আবু সালেক তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার (২০ মে) নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে আসামি হাবিবুর রহমান ও কবির হোসেনকে এবং বুধবার (২১ মে) চাঁদপুর জেলার মতলব উত্তর থানার নায়েরগাঁও এলাকায় অভিযান চালিয়ে আসামি আহম্মদ নাঈমকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
.
গ্রেপ্তারকৃত আসামিরা হলো, সদর উপজেলার শেখেরচর মোল্লাপাড়া এলাকার জাকির হেসেনের ছেলে হাবিবুর রহমান (২৪), একই উপজেলার কুড়েরপাড় এলাকার দেলোয়ার হোসেনের ছেলে কবির হোসেন (২১), এবং পলাশ উপজেলার কুমারটেক এলাকার জালাল মিয়ার ছেলে আহম্মাদ নাঈম (২৪)। তারা প্রত্যেকেই একে অপরের বন্ধু ছিলো এবং একসাথে মাদক সেবন করতো।
.
এ সময় হাবিবুর রহমানের কাছ থেকে নিহত শুভর ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তারের পর আসামিরা আদালতে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে। এছাড়া বাকি আসামিকে ধরতে অভিযান চলমান বলে জানান পিবিআই নরসিংদী পুলিশ সুপার এস.এম মোস্তাইন হোসেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫