মুন্সী সাদেকুর রহমান শাহীনঃ
“নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা-২০২৫ উদ্বোধন করেছেন গোপালগঞ্জের মানবিক জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
.
ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সার্বিক সহযোগিতায় গোপালগঞ্জ জেলা প্রশাসন এবং উপজেলা ভূমি অফিস গোপালগঞ্জ সদর কার্যালয় এ মেলার আয়োজন করে। রোববার সকাল ১১টায় গোপালগঞ্জ সদর ভূমি অফিসে জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৫-২৭ মে তিন দিনব্যাপী এ ভূমি মেলার উদ্বোধন করেন।
.
এ মেলা উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে সকাল ১০টায় একটি বর্ণাঢ্য শুভযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে সকাল ১১টায় ফিতা কেটে ভূমি মেলার উদ্বোধন করেন (যুগ্মসচিব) পদে পদোন্নতি পাওয়া জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
.
এ সময় অন্যান্যের মধ্যে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম তারেক সুলতান,
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট(আরডিসি, এলএও) প্রবীর বিশ্বাস, গোপালগঞ্জ সদর উপজেলা নিবার্হী অফিসার এম. রকিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) গোপালগঞ্জ সদর, মিজ বাবলী শবনম, সহকারী ভূমি কর্মকর্তা এস. এম. আনিচুর রহমান সহ ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধি ও বিপুল সংখ্যক সেবা প্রত্যাশীগণ উপস্থিত ছিলেন।
.
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সকাল সাড়ে ১১টায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, বাংলাদেশের ভূমি সেবা ডিজিটাল রূপান্তরের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। ভূমি সেবার ডিজিটালাইজেশন কার্যক্রম নাগরিকদের জন্য স্বস্তিদায়ক হয়েছে। হয়রানি মুক্ত জনবান্ধব ভূমি সেবা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে ভূমি মন্ত্রণালয় বদ্ধপরিকর। সে লক্ষ্য অর্জনে ভূমি মন্ত্রণালয় ইতিমধ্যে প্রযুক্তিগতভাবে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। নামজারি, ভূমি উন্নয়ন কর, পর্চা ও নকশা সংগ্রহ ব্যবস্থাপনা শতভাগ অনলাইন ভিত্তিক ও ক্যাশলেস করা হয়েছে। যেকোনো নাগরিক পৃথিবীর যেকোন প্রান্ত থেকে যেকোনো সময় সপ্তাহের সাত দিন (দিন-রাত ২৪ ঘন্টা) কল সেন্টার ও নাগরিক ভূমি সেবা কেন্দ্রের মাধ্যমে সেবা গ্রহণ করতে পারছেন।
.
আয়োজকরা সময়ের প্রত্যাশাকে জানান, নাগরিকদের আধুনিক প্রযুক্তি নির্ভর জনবান্ধব ভূমি সেবা প্রদানের লক্ষ্যে এ ভূমি মেলার আয়োজন করা হয়েছে। অনলাইনে ভূমি সেবার খুঁটিনাটি বিষয় সমূহ জানতে ও সেবা নিতে ২৫ মে থেকে ২৭ মে পর্যন্ত সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এ মেলা চলবে।
.
নির্ধারিত স্টলে গিয়ে করা যাবে অনলাইন নামজারির আবেদন। কোন ধরনের হয়রানি ছাড়াই এক দিনে সরবরাহ করা হবে জমির খতিয়ান। পাওয়া যাবে মৌজার ম্যাপ এবং অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি সহ ভূমি সংশ্লিষ্ট বিভিন্ন সেবা।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫