এম. এ সালামঃ
লক্ষ্মীপুরের সদরে জমি নিয়ে বিরোধের জেরে ভাই ও ভাবিকে কুপিয়ে জখম করেছেন বড় ভাই, ভাবি ও দুই ভাতিজা। রোববার সকালে (২৫ মে) সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের কৃঞ্চপুর গ্রামে এ ঘটনা ঘটে।
.
আহতরা হলেন, মো. সালেহ আহাম্মদ (৬৬) ও তার স্ত্রী পারুল বেগম (৫৮)। তারা উভয়ই জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
.
রোববার দুপুরে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, রক্তাক্ত অবস্থায় আহত বৃদ্ধ সালেহ আহাম্মদ আহত স্ত্রীকে নিয়ে থানায় এসেছেন। তাদেরকে চিকিৎসা শেষে আসার জন্য বলা হয়েছে। তবে এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
.
হাসপাতালে চিকিৎসাধীন আহত সালেহ জানান, গত ১০ বছর ধরে আমার বড় ভাই সৈয়দ আহাম্মদের সঙ্গে জমি নিয়ে বিরোধ। আমার চিকিৎসার জন্য কেনা ৪১ শতাংশ জমি আমার বড় মেয়ের কাছে বিক্রি করেছি। আমার বড় ভাইয়ের কাছ থেকে ২ শতাংশ জমি কিনলেও তা দখল দেয়না। উল্টো বিরোধকৃত জমির মধ্যে বসতঘরের পাশে বাঁশ রোপন করে ঝগড়া করে এবং নারিকেল ও সুপারিগুলো লুট করে নিয়ে যায়।
.
এর জের ধরে রোববার (২৫ মে) সকালে বাঁশ কাটার সূত্র ধরে বৃদ্ধ পারুল বেগমকে মারধর করে সৈয়দ আহাম্মদ। এসময় বাঁধা দিলে বৃদ্ধ সালেহ আহাম্মদ কে কুপিয়ে জখম করে বড় ভাই ও ভাতিজারা। পরে আশপাশের লোকজন এসে আমাদের উদ্ধার করে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
.
এ বিষয়ে জানতে সৈয়দ আহাম্মদের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। তবে সাগর ও বাবু জানান, তাদের চাচা সালেহ আহাম্মদের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলছে আমাদের। তবে আমি কুপিয়ে জখম করার সঙ্গে জড়িত নই। চিৎকার শুনে গিয়ে দেখি তাকে কুপিয়ে জখম করা হয়েছে।
.
এ ব্যাপারে পার্বতীনগর ইউপি চেয়াারম্যান ওয়াহিদুর রহমান মোবাইল ফোনে বলেন, জমিজমা নিয়ে তাদের দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে কয়েক ধাপে সালিস বৈঠকও হয়েছে, কিন্তু কোন মীমাংসা হয়নি।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫