আব্দুস সালাম তালুকদারঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চলতি মৌসুমে আম বাজারের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৫ মে) সকাল ১১ টায় রহনপুর আম আড়ৎদার সমবায় সমিতির লিঃ এর আয়োজন রহনপুর রেল স্টেশনের পার্শ্বে এই আম বাজারে শুভ উদ্বোধন করা হয়েছে।
.
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী প্রধান অতিথি থেকে এই আম বাজারের শুভ উদ্বোধন করেন। এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার, রহনপুর আম আড়ৎদার সমবায় সমিতির লিঃ এর সভাপতি মোঃ আব্দুল আজিজ, সহ সভাপতি মোঃ শামসুল হক, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, সদস্য একরামুল হক, ডা. মোঃ মতিউর রহমান, স্থানীয় গণমাধ্যম কর্মী ও স্থানীয় আম ব্যবসায়ী প্রমূখ।
.
রহনপুর আম আড়ৎদার সমবায় সমিতির লিঃ এর সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন জানান, বাণিজ্যিক বাগানগুলোর আম এখনো পাকেনি। বাড়ির আঙিনা বা ছোট আকারে চাষ হওয়া গুটি আম ও গোপালভোগ আম কেউ কেউ বাজারে আনছেন। তবে পরিমাণ কম। এসব গুটি আম ৮০০ থেকে ১২০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। গোপালভোগ আম ২০০০ থেকে ২২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। তিনি আরো জানান, ৩১ মের পর থেকে আম বেচা-কেনা জমতে শুরু করবে।
.
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী জানান, নির্ধারিত সময়ের আগে অপরিপক্ব আম সংগ্রহ বা বাজারজাতকরণ করা যাবে না। তবে আবহাওয়ার কারণে কোনো জাতের আম আগে পাকলে কৃষি বিভাগের সুপারিশে তারিখ পুনঃনির্ধারণ করে অনুমতি দেওয়া হবে।
.
তিনি আরও জানান, “আমে কোনো প্রকার রাসায়নিক ব্যবহার বন্ধে প্রশাসনের নজরদারি থাকবে। উপজেলার গুরুত্বপূর্ণ আম বাজারগুলোতে বিশেষ মনিটরিং চলবে।
.
সঠিক সময়ে আম বাজারজাত নিশ্চিত করতে প্রশাসনের কড়া নজরদারির পাশাপাশি ব্যবসায়ী ও চাষিদের সম্মিলিত সহযোগিতার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫