বাদশাহ মিয়াঃ
"নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি" এ প্রতিপাদ্যকে সামনে রেখে, গোপালগঞ্জের মুকসুদপুরে ভূমি মেলা ২০২৫ উদ্বোধনী অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ মে) সকালে মুকসুদপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে, ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায়, উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ভূমি মেলা ২০২৫ এর শুভ উদ্বোধন করেন, অনুষ্ঠানের সভাপতি ও মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার।
জলিরপাড় ইউনিয়ন ভূমি অফিসের উপ সহকারী কর্মকর্তা রিমন বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউনিয়ন ভূমি অফিস সহকারী কর্মকর্তা দেবাশীষ মন্ডল, এসিল্যান্ড অফিসের পেশকার মনিরুজ্জামান, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি ছিরু মিয়া, প্রেসক্লাব মুকসুদপুরের সভাপতি আমজাদ হোসেন, মুকসুদপুর সরকারি সাবের মিয়া জসিমউদদীন উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী মুবিন মুন্সি, ৯ম শ্রেণির শিক্ষার্থী মুসলিমা আক্তার তারিন প্রমূখ।
এ সময় উপজেলার সকল ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা, উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন, উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫