রিপন সরকারঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকার বাসিন্দা মোঃ দ্বীন ইসলাম (৩৫) হত্যা, মাদক, বিস্ফোরণসহ একাধিক মামলার আসামী নাজমুল ইসলাম ওরফে ইয়াবা নাজমুলকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল ২৪ মে শনিবার ভোরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত নাজমুল ইসলাম নাওড়া এলাকার আহামুদুল্লার ছেলে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, গ্রেফতারকৃত নাজমুল ইসলামের বিরুদ্ধে হত্যা, হামলা, বিস্ফোরণসহ একাধিক মামলা রয়েছে। তাকে দশ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫