আনিসুর রহমানঃ
বাংলাদেশ ব্যাংক রাজশাহী শাখার আয়োজনে নাটোরের গুরুদাসপুরে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। ঈদুল আজহাকে সামনে রেখে বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওই ওয়ার্কশপ
হয়।
গুরুদাসপুর সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে ওয়ার্কশপে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আসাদুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোনালী ব্যাংক নাটোর প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আহসান রেজা, বাংলাদেশ ব্যাংক রাজশাহীর যুগ্ম আহŸায়ক একেএম আমিরুল ইসলাম ও সহকারী পরিচালক শামীম আহমেদ।
বক্তারা, জালনোট প্রচলন প্রতিরোধে বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এসময় শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, চাকরিজীবী ও শাখা ব্যাংকগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সবশেষে জালনোট প্রতিরোধে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫