ইসমাইল হোসেন বাবুঃ
কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে আওয়ামী দোষরদের অন্তর্ভুক্তির প্রতিবাদে এবং বর্তমান কমিটি বিতর্কিত ও মেয়াদোত্তীর্ণ দাবি করে এই কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিএনপির ত্যাগী নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২২ মে) দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, কমিটিতে আওয়ামী দোষরদের অন্তর্ভুক্তি এবং আওয়ামী লীগ পুনর্বাসনসহ নানা কারণে বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিতর্কিত হয়ে পড়েছে।
সেই সাথে এই কমিটির মেয়াদও উত্তীর্ণ হয়ে গেছে। তাই এই কমিটি বাতিল করে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি দিতে হবে। আমাদের দাবি মানা না হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বশিরুল আলম চাঁদ, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক কাজল মাজমাদার, আব্দুর রাজ্জাক বাচ্চু, মিরাজুল ইসলাম রিন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামিমুল হাসান অপু-সহ বিএনপির সাবেক ও বর্তমান বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫