রাশিদুল ইসলাম রাশেদঃ
নাটোরের লালপুরে ঈদের মাঠে প্রকাশ্যে বিএনপি কর্মীদের ওপর গোলাগুলির ঘটনায় এক যুবলীগ কর্মীকে আটক করেছে যৌথবাহিনী। একই ঘটনায় উপজেলার কদমচিলান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাজিদুল ইসলামকে আটকের একদিন পরে তাকে গ্রেফতার করা হলো।
.
আটককৃত ইমাম হাসান ডাবলু (৩৮) উপজেলার গোপালপুর পৌর যুবলীগের সক্রিয় সদস্য ও গোপালপুর শিবপুর (খানপাড়া) গ্রামের মৃত মোজাফফর হোসেনের ছেলে। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে তাকেসহ ওয়ারেন্ট ভুক্ত এক আসামিকে আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ মমিনুজ্জামান।
.
থানা সূত্রে জানা যায়, বুধবার (২১ মে) দিবাগত রাত ২ টার দিকে গোপালপুর পৌরসভার শিবপুর খানপাড়া গ্রামে ডাবলুর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। সে হত্যাসহ একাধিক মামলার আসামি বলে জানা গেছে।
.
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ মমিনুজ্জামান বলেন, লালপুরে বালিতিতা রামকৃষ্ণপুর ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে গোলাগুলির ঘটনায় সন্ত্রাস দমন আইনে ইমাম হাসান ডাবলু ও জি আর মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি উপজেলার ওয়ালিয়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে নাঈম আল আজাদ (৩৭) নামে এক যুবককে আটক করে বৃহস্পতিবার নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে।
.
এর আগে গত বুধবার (২১ মে) উপজেলার কদমচিলান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাজিদুল ইসলামকে আটক করে নাটোর জেল হাজতে পাঠানো হয়।
.
উল্লেখ্য, গত ৩১ মার্চ, ২০২৫ উপজেলার লালপুর রামকৃষ্ণপুর চিনি বটতলা ঈদগাহ এলাকায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষে বিএনপি কর্মী মো. শরিফুল ইসলাম সুজাতসহ ৫ জন আহত হন।
.
সংঘর্ষের ঘটনায় ওইদিন রাতে গুলিবিদ্ধ হয়ে আহত বিএনপির কর্মী বালিতিতা রামকৃষ্ণপুর গ্রামের মো. শরিফুল ইসলাম সুজাতের বাবা মো. আরজেল আলী বাদি হয়ে লালপুর ৪২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১০০-১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫