মোঃ নূর -ই- আলম (কাজী নূর):
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দোসর দালালদের গ্রেফতার এবং দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে যশোর শহরে মশাল মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
.
বুধবার (২১ মে) সন্ধ্যায় শহরের লালদিঘী পাড়ে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
.
যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তফা আমীর ফয়সালের সভাপতিত্ব সমাবেশে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিদুর রহমান সাগর, আলী হায়দার রানা, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী প্রমুখ।
.
বক্তারা অভিযোগ করেন, ৫ আগস্টের পর শেখ হাসিনা সরকারের পতন হলেও তার দোসররা এখনো বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বহাল রয়েছে। অথচ সরকার তাদের গ্রেফতার না করে বরং পুনর্বাসনের চেষ্টা করছে বলে দাবি করেন তারা।
.
নেতৃবৃন্দ কোনো প্রকার টালবাহানা না করে দ্রুত একটি অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫