আজকের তারিখ : জুলাই ১৬, ২০২৫, ৯:০০ এ.এম || প্রকাশকাল : জুলাই ৩০, ২০২১, ৭:৪৩ পি.এম
করোনায় অসহায় মানুষের সেবা দিতে মহম্মদপুরে হটলাইন টিমের যাত্রা শুরু

করোনাকালীন সময়ে অসহায় মানুষের সেবা ও খাদ্য সহযোগীতা করতে মাগুরার মহম্মদপুর উপজেলায় হট লাইন টিমের যাত্রা শুরু হয়েছে। আজ শুক্রবার (৩০ জুলাই) দুপুর থেকে এই টিমের যাত্রা শুরু হয়। আছাদুজ্জামান মেমোরিয়াল ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ২৪ ঘন্টা ফ্রি সার্ভিস দেবে এই হট লাইন টিমের ১৫ জন সদস্য।
করোনাভাইরাস সংক্রমনের মাত্রা বেড়ে যাওয়ায় মহম্মদপুর উপজেলা সদরসহ প্রত্যন্ত অঞ্চল রয়েছে ঝুকির মধ্যে। সরকারি নিশেধাজ্ঞার কারণে দোকানপাট, ছোটবড় যানবাহন বন্ধ থাকায় সাধারন মানুষ কর্মহীন হয়ে পড়ায় অনেকেই পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন।
এই সংকটময় মুহুর্তে পরিস্থিতি মোকাবেলায় হট লাইন টিম সার্বক্ষণিক সেবা প্রদান করবে বলে সংগঠনটির কর্মীদের কাছ থেকে জানা গেছে। এ ছাড়া হট লাইন টিমে কল করলেই মানুষের চাহিদা মত তাৎক্ষণিত সেবা প্রদান করবে।
এছাড়া মধ্যবিত্ত শ্রেণীর যারা লোকচক্ষুর আড়ালে অসহায় জীবন-যাপন করছেন গোপনে তাদের তালিকা প্রনয়ন করে সেবা প্রদান করবে এই হট লাইন টিম।
হট লাইন টিমের প্রধান সমন্বয়ক ঈদুল শেখ জানান, দেশের এই সংকটময় পরিস্থিতিতে নি¤œ মধ্যবিত্ত ও অসহায় শ্রেণী পেশার মানুষ যারা অভুক্ত রয়েছেন কিন্তু চায়তে পারছেন না তাদের পরিচয় গোপন রেখে বাড়ি বাড়ি গিয়ে খাবার ও ঔষুধ পৌছে দেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha