রিপন সরকারঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আপন ভাতিজার ইটের আঘাতে আহত চাচা মোঃ কালাম (৪৮) হাসপাতালে মারা গেছেন। গত ২০ মে মঙ্গলবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত কালাম ভূলতা ইউনিয়নের পাড়াগাঁও এলাকার আব্দুল গফুর মিয়ার ছেলে। সে পেশায় একজন ভ্যান চালক।
.
এ বিষয়ে ভূলতা পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মোখলেছুর রহমান জানান, গত ১৮ মে রবিবার বিকালে পাড়াগাঁও এলাকার কালামের মেয়ে মীম আক্তারের কাছ থেকে ভাতিজা শাহীন বিস্কুট নিয়ে খেয়ে ফেলে। বিস্কুট খেয়ে ফেলায় মীম কান্নাকাটি শুরু করে। এসময় কালাম ভাতিজা শাহীনকে বকাঝকা করে। এতে শাহীন ক্ষিপ্ত হয়ে তার আপন চাচা কালামকে ইটদিয়ে মাথায় ও শরীরের বিভিন্নস্থানে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে।
.
এ সময় আহত কালামকে পরিবারের লোকজন উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এদিকে গতকাল মঙ্গলবার রাতে চিকিৎসাধাধীন অবস্থায় মারা যায় কালাম। নিহতের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
.
এ ঘটনায় রূপগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫