রাশিদুল ইসলাম রাশেদঃ
নাটোরের লালপুরে ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান শ্রী শ্রী ফকির চাঁদ বৈষ্ণব গোঁসাইয়ের আশ্রমে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন উপজেলার নওপাড়া গ্রামের মোঃ সাইদুর রহমানের ছেলে মোঃ রুবেল আলী (৩০) ও মনিহারপুর গ্রামের মোঃ রেজু আলীর ছেলে আব্দুল জব্বার (৪৫)। বুধবার (২১ মে) তাদেরকে আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে।
.
থানা সূত্রে জানা যায়, বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের মনিহারপুর গ্রামে অভিযান চালিয়ে আব্দুল জব্বার ও মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে নওপাড়া গ্রামে অভিযান চালিয়ে মোঃ রুবেল আলীকে আটক করা হয়।
.
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ মমিনুজ্জামান সময়ের প্রত্যাশাকে জানান, গোঁসাই আশ্রমে গোলাগুলির ঘটনায় ১৮ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে রুবেল ও জব্বারকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া বাকি আসামিদের আটক ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।
.
উল্লেখ্য, মঙ্গলবার (২০ মে) আশ্রমে বাগানের আম সংগ্রহকালে আশ্রমের কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে গোলাগুলি ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। গত ১৮ মে, ২০২৫ উপজেলার নওপাড়া গ্রামের মোঃ নাসির হোসেন আশ্রমের বাগানের আম ক্রয় করেন। চুক্তিনামা অনুযায়ী মঙ্গলবার সকালে আমের ক্রেতা নাসির হোসেন আশ্রমের ভিতরে বাগানের আম সংগ্রহ করতে গেলে আশ্রমের বাইরে একদল দুর্বৃত্ত ৮ থেকে ১০ রাউন্ড গুলিবর্ষণ এবং ৪টি মোটরসাইকেল ভাংচুর করে। এ ঘটনায় আমের ক্রেতা নাসির হোসেন ১৮ জনের নাম উল্লেখ করে লালপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫