মোঃ নূর -ই- আলম (কাজী নূর):
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির জাতীয় নির্বাহী খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘যদি দেশের গণতন্ত্র ফিরে না আসে তাহলে জনগণ যে কষ্টের মধ্য দিয়ে বিগত ১৬ বছর অতিক্রম করেছে। সেই কষ্টের প্রহর আরও লম্বা হবে। তাই যেকোন মূল্যে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। গণতন্ত্র ফিরিয়ে আনার পূর্ব শর্ত হলো ভোটের অধিকার বুঝে নেওয়া। কেউ আমাদের ভোটের অধিকার বুঝে দেবে না। নিজেদের ভোটের অধিকার নিজেদের বুঝে নিতে হবে।
.
সোমবার (১৯ মে) সন্ধ্যায় সদর উপজেলার হৈবুৎপুর ইউনিয়ন মহিলা দল আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন’। দেশের বিরাজমান পরিস্থিতি পর্যালোচনা ও তৃণমূলে মহিলা দলকে শক্তিশালী করার লক্ষ্যে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
.
সমাবেশে অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, বিগত ১৬ বছর দেশে গণতন্ত্র ছিল না। জনগণের ভোট দেওয়া লাগেনি, তারপরও আওয়ামী লীগের সন্ত্রাসীরা জনপ্রতিনিধি হয়েছে। বিএনপির নেতৃত্বে জনগণের সেই ভোটার অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে মহিলারা বিভিন্ন ভাবে পুরুষের শক্তি জুগিয়েছিলেন। তাই আগামীর বাংলাদেশ গঠনের পুরুষের সাথে আপনাদের (মহিলা) এগিয়ে আসতে হবে। কারণ দেশের জনসংখ্যা অর্ধেক নারী তাই নারীর অংশ গ্রহণ ব্যতিত কোন দিন দেশ পুর্নগঠন সম্ভব নয়। বিএনপি চেয়াপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ পুর্নগঠনের কাজে নারীদের অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, দলের সাবেক সভাপতি মন্ডলীর সদস্য গোলাম রেজা দুলু, সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য ও যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান। হৈবুৎপুর ইউনিয়নের বারীনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন, ইউনিয়ন মহিলা দলের সভাপতি রোকেয়া বেগম। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা দল নেত্রী নাজমা খাতুন , মিনু বেগম প্রমুখ। মহিলা সমাবেশ পরিচালনা করেন মহিলা দল নেত্রী সুফিয়া মাহমুদ রেখা।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫