ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্ধি ইউনিয়নের মাড়ন্দি গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ চলাকালে দেশীয় অস্ত্র রামদা, ঢাল, চাইনিজ কুড়াল, শড়কিসহ ৪ জনকে আটক করেছে সদর থানা পুলিশ। এসময় সিদ্দিক মোল্যা ও মধু মোল্লার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান জানান, আধিপত্য বিস্তার নিয়ে সদর উপজেলার মাড়ন্দি গ্রামে সংঘর্ষের সৃষ্টি হয়। সেসময় এস আই অমিত কুমার দাস, এস আই ইকবাল কবির, এস আই ফজলুর রহমান ও এ এস আই সেলিম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে দুই গ্রæপের সমর্থক মধু মোল্ল্যা, সরোয়ার, শাহিন ও রিপনকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়।
তিনি আরও জানান, এলাকায় কোন প্রকার বিশৃঙ্খলা ও অস্থিতিশীল সৃষ্টিকারীদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না। অপরাধী যেই হোকনা কেন তাকে আইনের আওতায় আনা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫