রিপন সরকারঃ
উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের গুতিয়াবো-দক্ষিণবাগ এলাকায় এক কিলোমিটার দীর্ঘ বেদখল সড়ক তিনদিন একটানা কাজ করে গ্রামবাসী বিনা অর্থে স্বেচ্ছাশ্রমে ১৮ মে রবিবার উদ্ধার করেছে। সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপ ও বিভিন্ন আবাসন প্রকল্প এ সড়ক দখল করে নেয়। দীর্ঘদিন ধরে সড়কটি উদ্ধারের দাবী জানিয়ে ব্যর্থ হয়ে গ্রামবাসী নিজেরাই বিনা অর্থে স্বেচ্ছাশ্রমে সীমানা প্রাচীর ভেঙে সড়কটি উদ্ধার করে ।
.
এলাকাবাসী জানায়, গত ৩০বছরের পুরনো প্রায় ১০ গ্রামের মানুষের যাতায়াতের এটি একমাত্র সড়ক। রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ ভবন থেকে দক্ষিণবাগ গোপালের বাড়ি পর্যন্ত এক কিলোমিটার দীর্ঘ সড়ক বালি ভরাট করে বেক্সিমকো গ্রুপ ও বিভিন্ন আবাসন কোম্পানি। সড়কে নির্মিত কালভার্ট ও ইটে সলিং করা সড়ক বালিতে ডাকা পড়ে। কিছু অংশ সীমানা প্রাচীর নির্মাণ করে তা দখলে নেয়। তাতে এলাকাবাসী বাধ্য হয়ে তিন কিলোমিটার সড়ক ঘুরে আসাযাওয়া করে। তখন এলাকাবাসী প্রতিবাদ করেও কোন সুফল পায়নি। উল্টো পুলিশ দিয়ে নানাভাবে প্রতিবাদীদের হয়রানি করা হয়।
.
বাঘবের গ্রামের বাসিন্দা ও বাংলাদেশ জামাতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা সুরা সদস্য এডভোকেট ইস্রাফিল হোসেন বলেন, আওয়ামীলীগের দরবেশ হিসেবে খ্যাত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের প্রভাবে স্থানীয় প্রশাসনের কাছে আবেদন করলেও সুরাহা পাওয়া যায়নি। উল্টো আমাদের মামলা, হামলার শিকার হতে হয়েছে। গুতিয়াবো গ্রামের বাসিন্দা ও রূপগঞ্জ উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আলম হোসেন বলেন, আমাদের একমাত্র চলাচলের সরকার গত ১৬ বছর ধরে দখলে রাখে আবাসন কোম্পানি। ৫আগষ্টের পর থেকে রাস্তাটি উদ্ধারে আমরা গ্রামবাসী ঐক্যবদ্ধ হই। একটু সময় লাগলেও সবাই মিলে নিজেদের রাস্তা নিজেরাই উদ্ধার করেছি।
.
রূপগঞ্জ গ্রামের বাসিন্দা ও রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম বলেন, বিগত ১৬ বছর ধরে বালি ফেলে ডেকে রাখা কোটি টাকা সরকারি বরাদ্দের পাকা রাস্তাটি উদ্ধার করা হয়েছে। অবৈধভাবে দখল করে পাকা সীমানাপ্রাচীর ভেঙে দিয়েছে এলাকাবাসী। শিগগিরই সড়কের উপর ফেলে রাখা বালি সরিয়ে রাস্তাটি চিহ্নিত করে সড়ক মেরামত করে চালু করা হবে। রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সচিব মোঃ হাবিবউল্লাহ মিয়া বলেন, গুতিয়াবো-দক্ষিণবাগ গোপালীয়ারটেক সড়কে ইটের সলিং করার জন্য ২০২৩-২৪ অর্থ বছরে ইউডিএফ প্রকল্পের আওতায় ৩৪ লক্ষ ৬২ হাজার ১৯০ টাকা বরাদ্দ দেওয়া হয়। অবৈধভাবে বেক্সিমকো সড়কটি দখলে নেওয়ায় ও নানা প্রতিকূলতায় তখন সড়কের নির্মাণ কাজ করা যায়নি।
.
রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও পূর্বাচল রাজস্ব সার্কেল সহকারী কমিশনার মোঃ তাছবির হোসেন বলেন, ইউনিয়ন পরিষদের রাস্তাটি বালির নিচে ফেলে রাখে কয়েকটি আবাসন প্রকল্প। কিছু অংশে পাকা স্থাপনা করে সড়ক দখলে নেয় বেক্সিমকো গ্রুপ জনসাধারণের দিক বিবেচনা করে শিগগিরই সড়কটি চলাচলের উপযোগী করে তোলা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫