ইসমাইল হােসেন বাবুঃ
কুষ্টিয়ার কুমারখালীতে ইটবাহী ট্রাক্টরের চাপায় সুরুজ আহমেদ (২৩) নামের এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ মে) বেলা ১২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের উপজেলার গাজী ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
.
নিহত সুরুজ উপজেলার ছেঁউড়িয়া কারিগরপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে। তিনি কুষ্টিয়া কলেজ মোড় এলাকার উজ্জ্বল ফার্মেসিতে চাকরি করতেন।
.
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা ১২টায় মোটর সাইকেল আরোহী সুরুজ কুমারখালী থেকে তার কর্মস্থল কুষ্টিয়া শহরের দিকে যাচ্ছিলেন।
.
এমন সময় একই দিক থেকে যাওয়া একটি ইটবাহী ট্রাক্টরকে অতিক্রম করতে গেলে ট্রাক্টরটি মোটর সাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী সুরুজ নিহত হন। পরে স্থানীয় লোকজন নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।
.
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাক্টরটিকে আটক করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫