আরিফুল মিয়াঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। রোববার (১৮ মে) রাত ২টার দিকে অজ্ঞাত গাড়ির চাপায় এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের বয়স আনুমানিক ৪৫ বছর।
.
করিমপুর হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন ঘটনা সত্যতা নিশ্চিত করে জানায়, রাতে অজ্ঞাত গাড়ির চাকায় পিষ্ট হয়ে মরদেহটি ছিন্ন-বিচ্ছিন্ন অবস্থায় রাস্তার পাশে পড়েছিল।
.
ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির এক জোড়া জুতা উদ্ধার করে প্রাথমিক পরিচয় শনাক্তে সহায়তা পাওয়ার আশা করছে পুলিশ। বর্তমানে মরদেহটি করিমপুর হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।
.
এ বিষয়ে করিমপুর হাইওয়ে থানার ওসি মো. সালাউদ্দিন জানান, ‘মরদেহের পরিচয় শনাক্তের জন্য ফরিদপুর সিআইডি পুলিশের সহায়তায় কাজ চলছে। শনাক্তের পর আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’
.
পুলিশের পক্ষ থেকে সকলকে অনুরোধ করা হয়েছে, কেউ যদি মরদেহ বা জুতার ভিত্তিতে শনাক্ত করতে সক্ষম হন, তাহলে নিকটস্থ থানায় যোগাযোগ করতে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হওয়ায় দ্রুত ঘটনা তদন্তে প্রকৃত ঘটনা বের করার দাবি স্থানীয়দের।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫