করোনাভাইরাসের সংক্রামন রোধে ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গায় তের ব্যবসায়ী ও দশ পথচারীকে ২৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক বৃহস্পতিবার (২৯/০৭/২০২১ইং) সকাল থেকে বিকেল পর্যন্তু পৌরসদর বাজারে অভিযান পরিচালনা করে সরকারি নিষেধ ও স্বাস্থবিধি অমান্য করে দোকান খোলা রাখায় ১০ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার ৫০০’ ও মাক্স ছাড়া ঘোরাফেরা করায় তিন পথচারীকে ৫০০ টাকা জরিমানা করেন।
২০১৮ সালের ২৪ এর ২ ধারায় রোগ সংক্রামন প্রতিরোধ আইনে এ জরিমানা আদায় করা হয়।
অপরদিকে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী জানান, কঠোর লকডাউনে আলফাডাঙ্গার পৌরবাজারে দোকান খোলা রাখায় তিন ব্যবসায়ীকে ও মাক্স ছাড়া চলাচল করায় ৭ পথচারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আরো জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha