আজকের তারিখ : মে ১৯, ২০২৫, ১:৪৫ এ.এম || প্রকাশকাল : মে ১৮, ২০২৫, ৪:৪৯ পি.এম
মাদারীপুরে আড়িয়াল খা নদীতে ট্রলারডুবির দুই দিন পর উদ্ধার চালকের লাশ

অপি মুন্সীঃ
মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে নিখোঁজের দুইদিন পর ট্রলার চালক সুমন সিপাহীর (২৫) মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। রোববার (১৮ মে) সকালে ওই যুবকের লাশটি উদ্ধার করে এলাকাবাসীরা।
.
এর আগে শনিবার সারাদিন ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাসী চালিয়েও খুঁজে পায়নি ওই যুবককে।
.
নিহত সুমন সিপাহী সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের বাহেরচর কাতলা এলাকার কালু সিপাহীর ছেলে।
.
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকেলে সদরের ‘বাহেরচর কাতলা’ এলাকার যুবকদের পক্ষ থেকে পিকনিকের আয়োজন করা হয়। ট্রলার ভাড়া করে যুবকরা আড়িয়াল খাঁ নদের বিভিন্ন এলাকায় ঘুরে তারা। রাতে ফেরার পথে ‘বাহেরচর কাতলা’ এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা বালুবাহী বাল্কহেডের ধাক্কায় পিকনিকের ট্রলারটি ডুবে যায়। তাদের চিৎকার শুনে ওখানকার স্থানীয়রা ছুটে এসে অন্য ট্রলারের সহযোগিতায় সবাইকে উদ্ধার করলেও নিখোঁজ থাকে ট্রলার চালক সুমন সিপাহী।
.
এদিকে এই ঘটনায় অসুস্থ কয়েকজনকে উদ্ধার করে ভর্তি করা হয় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে। মাদারীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল কয়েক দফা তল্লাসি চালিয়েও খুঁজে পায়নি সুমনকে। ঘটনার দুইদিন পর রোববার সকালে সদর উপজেলার পখিরা এলাকা থেকে সুমনের লাশটি উদ্ধার করেন স্থানীয়রা।
.
মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. শেখ আহাদুজ্জামান বলেন, ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ যুবককে উদ্ধারে কার্যক্রম চালিয়েও তাকে পাওয়া যায়নি। আড়িয়াল খাঁ নদের বিভিন্ন পয়েন্টে তল্লাসি করেও সনাক্ত করা সম্ভব হয়নি ট্রলারটি। ঘটনার দুইদিন পর ঘটনাস্থল থেকে প্রায় ৫ কিলোমিটার দুরে ভাসমান অবস্থায় ট্রলার চালক সুমনের লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা জনগন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha