অপি মুন্সীঃ
মাদারীপুরের চরমুগরিয়া এলাকার আওয়ামী লীগ নেতা ইদ্রিস মোল্লার বিরুদ্ধে উঠেছে অবৈধ সম্পদ অর্জন, সরকারি জমি দখল এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ।
.
স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও যাচ্চু খানের ঘনিষ্ঠ হওয়ায় তিনি দীর্ঘদিন ধরেই ছিলেন প্রভাবশালী। রাস্তি ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি হিসেবে তার প্রভাবের কারণে কেউ তার বিরুদ্ধে মুখ খোলার সাহস পেত না।
.
চরমুগরিয়া জুট কর্পোরেশনের জায়গা জোরপূর্বক দখল করে ইটভাটা স্থাপন করেন তিনি। প্রথমে ‘পানির কারখানা’ বানানোর কথা বললেও পরে সেখানে হয় ‘মোল্লা ব্রিকস’। এলাকাবাসী বাধা দিলেও প্রভাব খাটিয়ে কার্যক্রম চালিয়ে যান।
.
ইতালি উত্তরের সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো: সোহেল কবিরাজ জানান, ইদ্রিস মোল্লা স্ট্যাম্প ও জাল দলিলের মাধ্যমে কোটি টাকার সম্পত্তি দখল করেছেন। এমনকি তার এবং তার চাচাদের জমিও দখল করেছেন বলে অভিযোগ করেন তিনি। একসময় কলা বিক্রেতা থাকলেও আজ তার বিপুল সম্পদের উৎস নিয়ে প্রশ্ন উঠেছে।
.
অন্যদিকে, ইদ্রিস মোল্লা সব অভিযোগ অস্বীকার করে জানান, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন এবং তার সব সম্পত্তির বৈধ কাগজপত্র রয়েছে।
.
মাদারীপুর সদর থানার ওসি মো. আদিল হোসেন বলেন, “অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫