মোক্তার হোসেনঃ
জাঁকজমক পূর্ণ পরিবেশে পাংশা শিল্প ও বণিক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক শনিবার (১৭ মে) বিকালে পাংশা পৌরসভা মাঠে অনুষ্ঠিত হয়েছে।
.
পাংশা শিল্প ও বণিক সমিতির নবনির্বাচিত সভাপতি ও পাংশা পৌর বিএনপির সভাপতি মো. বাহারাম হোসেন সরদারের সভাপতিত্বে এবং পাংশা-কালুখালী উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক ও উদয়পুৃর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলমের উপস্থাপনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার ও পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বক্তব্য রাখেন।
.
আমন্ত্রিত অতিথিদের মধ্যে পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পাংশা শাখার ম্যানেজার কাজী নাজমুল হাসান, পাংশা শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি নিখিল কুমার দত্ত, পাংশা শিল্প ও বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক কাজী আসকার দানিয়েল সিপার, পাংশা শিল্প ও বণিক সমিতির সাবেক সহ-সভাপতি মো. আব্দুল হাকিম, পাংশা পৌর জামায়াতে ইসলামীর আমীর কাজী ফরহাৎ জামিল (রুপু কাজী), বিশিষ্ট ব্যবসায়ী অশোক পাল, পাংশা শিল্প ও বণিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালনকারী নির্বাচন কমিশনার ও পাংশা সরকারী কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোঃ তোজাম্মেল হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন পাংশা শিল্প ও বণিক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সরদার।
.
অনুষ্ঠানে পাংশা শিল্প ও বণিক সমিতির নবনির্বাচিত কমিটির ব্যবসায়ীগণ পরিচিত হন এবং অতিথিবৃন্দের সাথে নবনির্বাচিত কমিটির সকলে ফটোসেশন করেন। অতিথিবৃন্দ পাংশা বাজারকে আদর্শ একটি বাজার হিসেবে গড়ে তুলতে নিজ নিজ অবস্থান থেকে সার্বিক সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
.
পাংশা উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, পাংশা শিল্প ও বণিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালনকারী প্রধান নির্বাচন কমিশনার ও পাংশা সরকারী কলেজের ইংরেজী বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মো. আবুল কাশেম, রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারী মো. হারুন অর রশিদ (হারুন মাস্টার), বিশিষ্ট ব্যবসায়ী ফজলে আলী ফারুক, পাংশা পৌরসভার সাবেক কাউন্সিলর ডাঃ ধীরেন্দ্রনাথ বিশ্বাসসহ ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিগণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
.
উল্লেখ্য, চলতি বছরের ২২শে ফেব্রুয়ারী ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পাংশা শিল্প ও বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। ১১টি পদে ৩৮জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫