মনোয়ার হোসেনঃ
রাজশাহীর দুর্গাপুরে বিএনপি কর্মী হাসিবুর রহমানকে নৃশংসভাবে হত্যা ও বিএনপির সহযোদ্ধাদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানব বন্ধন করেছে এলাকাবাসী।
.
শনিবার বিকেলে উপজেলার মাড়িয়া ইউনিয়নের হোজা অনন্তকান্দি গ্রামে শত শত মানুষের উপস্থিতে এ মানব অনুষ্ঠিত হয়।
.
মানব বন্ধনে বক্তারা বলেন, সন্ত্রাসী রেজাউল করিম মাস্টার, বাবু, ওয়াজেদ ও ইউনুসের নেতৃত্বে একদল সন্ত্রাসী পরিকল্পিতভাবে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মাগরিবের নামাজের সময় নির্মমভাবে কুপিয়ে তাকে হত্যা করে হাসিবুর রহমানকে। এসময় আরো বেশ কয়েকজনকে আহত করা হয়। আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান বক্তারা।
.
এবিষয়ে দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ মো দরুল হদা জানান, এ মামলায় ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাঁকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
.
উল্লেখ্য, গত ১৪ মে বুধবার জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র দিয়ে মাগরিবের নামাজের সময় কুপিয়ে হত্যা করা হয় হাসিবুরকে। এসময় আরো বেশ কয়েকজন আহত হোন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫