আলিফ হোসেনঃ
রাজশাহীর তানোরে প্রেমের ফাঁদে পড়ে প্রেমিক চিত্তরঞ্জন পাল (২৭) নামের এক যুবক নিখোঁজের ২০ দিন পর বস্তাবন্দী মাথা বিচ্ছিন্ন অবস্থায় তার গলিত লাশ উদ্ধার করেছে তানোর থানা পুলিশ। এ ঘটনায় প্রেমিকার বাবা ও মাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। তানোর পৌর এলাকার কালিগঞ্জ হাবিব নগর পালপাড়া মহল্লায় এই ঘটনা ঘটেছে।
.
জানা গেছে, ১৭মে শনিবার সকালে স্থানীয়রা প্রচন্ড দুর্গন্ধের সূত্র ধরে লাশের বস্তা দেখে এলাকাবাসী ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের বাড়ী থেকে পূর্বদিকে প্রায় ৭শ' গজ দূরে শিব নদীর কচুরিপানার মধ্যে থেকে তার গলিত লাশের হাড় ও বিচ্ছিন্ন করা মাথাসহ বস্তা বন্দী লাশ উদ্ধার করেন। ওই যুবক প্রেমিকের নাম চিত্তরঞ্জন পাল (২৭)। তিনি তানোর পৌর এলাকার কালিগঞ্জ হাবিবনগর পালপাড়া মহল্লার মনোরঞ্জন পালের পুত্র।
.
এলাকাবাসী ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে, একই গ্রামের স্বপন পালের কন্যা কামনা রানীর (২৫) সঙ্গে চিত্তরঞ্জনের প্রায় ৬ বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিলো। কিছুদিন আগে তাদের প্রেমের সম্পর্কের বিষয়টি পরিবারসহ গ্রামবাসীর মধ্যে প্রকাশ পেয়ে যায়। কিন্ত্ত উভয় পরিবারই তাদের প্রেমের সম্পর্ক মেনে না নিয়ে বিরোধে জড়িয়ে পড়ে।
.
এমতাবস্থায় গত ২৬ এপ্রিল রাতের খাবার খেয়ে বাড়িতে ঘুমিয়ে ছিলো প্রেমিক চিত্তরঞ্জন, তবে ভোরে ওই যুবককে তার পরিবারের লোকজন তার ঘরে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। ছেলেকে কোথাও না পেয়ে তার বাবা পরদিন ২৭ এপ্রিল তানোর থানায় একটি সাধারন ডায়েরী করেন যার নং ১৩৫৩ তারিখঃ ২৭/০৫/২৫ খ্রি।
.
এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, লাশের বস্তা বন্দী হাড্ডি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। এঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
.
তিনি আরো বলেন, যুবক নিখোঁজের পরদিনই থানায় একটি সাধারন ডায়েরী করা ছিলো। যুবক নিখোঁজের পর থেকে প্রেমিকা ও তার ভাই পলাতক রয়েছে। লাশ উদ্ধারের পর পরই প্রেমিকার বাড়িতে অভিযান চালিয়ে প্রেমিকার বাবা ও মাকে জিজ্ঞাসাবাদ এর জন্য থানায় নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫